Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫৫ বলে অপরাজিত ১৫৮ রান, ঝড়ো ইনিংস খেলল এই তারকা ক্রিকেটার

ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে নিজের দুর্দান্ত রানের ধারা অব্যাহত রেখেছেন হার্দিক পান্ড্য। শুক্রবার বিপিসিএলের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় এই অলরাউন্ডার ৫৫ বলে অপরাজিত ১৫৮ রান করেছেন। পিঠের চোটের কারণে গুরুত্বপূর্ণ…

Avatar

ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে নিজের দুর্দান্ত রানের ধারা অব্যাহত রেখেছেন হার্দিক পান্ড্য। শুক্রবার বিপিসিএলের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় এই অলরাউন্ডার ৫৫ বলে অপরাজিত ১৫৮ রান করেছেন। পিঠের চোটের কারণে গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পরে ফিরে এসে পান্ড্য তার ছয়টি বাউন্ডারি এবং ২০ টি ছক্কা হাঁকিয়ে রিলায়েন্স ওয়ানকে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৮ রানের এক বিশাল স্কোর তুলতে নেতৃত্ব দেন। এ টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় শতরান। এর আগে মঙ্গলবার ৩৯ বলে ১০৫ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি।

বিপিসিএল বোলার, সন্দীপ শর্মা(০-৩৭), সিলভেস্টার ডি সুজা(১-৫৬), ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে(১-৪০), পরক্ষিত ভালশঙ্কর(০-২৮), সাগর উদেশি(০-৪৫) এবং রাহুল ত্রিপাঠী(২-৩৩) সকলেই হার্দিকের কাছে প্রচুর মার খেয়েছেন, যিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় ওয়ানডে দলে ফিরে আসার অপেক্ষায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কোহলির অফ ফর্ম নিয়ে মুখ খুললেন সেহবাগ

এই ম্যাচে হার্দিক ছাড়াও শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার খেলেন। ধাওয়ান ৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং ভুবনেশ্বর একটি উইকেট দখল করেন। শুধু ব্যাটেই নয় বল হাতেও সফল হার্দিক। ১ ওভার বল করে ৬ রান দিয়ে ১ টি উইকেট নিয়েছেন তিনি। ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিপিসিএল ১৩৪ রানে সবকটি উইকেট হারিয়ে বসে যার জন্য রিলায়েন্স ওয়ান ১০৪ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।

About Author