শ্রেয়া চ্যাটার্জি : এসে গেল রঙের উৎসব দোল। ফাগুন মাস পড়তে না পড়তেই আকাশে বাতাসে যেন রঙের ছটা দেখতে পাওয়া যায়। শুধু দোলের রং এই নয়, প্রকৃতিও যেন নিজে থেকেই প্রাকৃতিক ভাবে নানা রঙে সেজে ওঠে।
লাল রং : লাল রঙের আবির আপনি তৈরি করতে পারেন জবাফুল থেকে, এছাড়াও লাল চন্দন বেটে শুকিয়ে গুঁড়ো করে আপনি আবির হিসাবে তৈরি করতে পারেন। জবা ফুলের গুড়ো ও চন্দনের গুঁড়ো এই দুটোই আপনার চুল, ত্বক এর জন্য যথেষ্ট ভালো উপাদান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
কমলা রং : কমলা রঙের জন্য আপনি ব্যবহার করতে পারেন পলাশ ফুল। পলাশ ফুল কে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিলে আপনি সুন্দর উজ্জ্বল কমলা রঙের গুঁড়ো পাবেন যা আবির হিসেবে ব্যবহার করতে পারেন। ফুলের গুঁড়ো আপনাকে কোনরকম ক্ষতি দেবে না, উল্টে আপনার ত্বককে ভালো রাখবে।

হলুদ রং : হলুদ রং এর জন্য সবচেয়ে দরকারী উপাদান হলো হলুদ। হলুদ কে ছোট ছোট টুকরো করে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিন, এছাড়াও হলুদ গাঁদা ফুল শুকিয়েও আপনি তার গুড়ো থেকে আবির বানাতে পারেন।

গোলাপি রং : গোলাপী গোলাপের পাপড়ি অথবা বিট কে ছোট ছোট টুকরো করে শুকিয়ে নিয়ে আপনি বানাতে পারেন গোলাপি রং এর আবির।

সবুজ রং : সবুজ রঙের জন্য আপনি ব্যবহার করতে পারেন হেনা পাউডার, যা চুলের জন্য খুব পুষ্টিকর একটি জিনিস। এছাড়াও নিম পাতা কে শুকিয়ে গুঁড়ো করে আপনি সবুজ রঙ এর আবির হিসাবে ব্যবহার করতে পারেন।

ব্যাস জেনে ফেললেন তো কিভাবে দোল আপনি কাটাবেন? এবারের দোল আশা করা যায় আপনাকে আর বেদনা দেবে না। কোনো রকম ত্বকে ইনফেকশন, চুলকানি, চোখে জ্বালা ভাব আপনি পাবেন না উপরন্তু আপনার চোখ ত্বক এবং চুল আরো সুন্দর হয়ে উঠবে।