Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৬০ টাকার লটারি কেটে কোটিপতি মুর্শিদাবাদের এক বাসিন্দা

মানুষের ভাগ্য কখন কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। স্বপ্ন সবাই দেখে, কেউ পূরণ না হলে হাল ছেড়ে দেয়, আবার কেউ স্বপ্ন দেখে চলে, বারবার, স্বপ্ন মানুষকে…

Avatar

মানুষের ভাগ্য কখন কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। স্বপ্ন সবাই দেখে, কেউ পূরণ না হলে হাল ছেড়ে দেয়, আবার কেউ স্বপ্ন দেখে চলে, বারবার, স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায় লক্ষ্যের দিকে৷ লটারি কেটে অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে, তাই আজও বহু মানুষ লটারি কাটেন ভাগ্য পরিবর্তনের আশায়। সম্প্রতি একজন দিনমজুর লটারিতে এক কোটি টাকা জিতে ফেরালেন তার ভাগ্য।যার কথা বলা হচ্ছে তার নাম বিকাশ মাল, মুর্শিদাবাদের বাসিন্দা।

বিকাশ মাল একজন দিনমজুর, তার বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে। এ-র আগেও বহুবার লটারি কেটে বিফল হলেও আশা ছাড়েন নি তিনি। রবিবার শেষমেশ তার স্বপ্ন পূরণ হল। শনিবার একটি বিয়েবাড়িতে যাওয়ার জন্য তিনি মাড়গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। রবিবার সেখান থেকে ফেরার সময় তিনি ৬০ টাকার লটারি কাটেন এরপর বিকেলে রেজাল্ট মেলাতে গিয়ে তিনি দেখেন তার ভাগ্য এক কোটি টাকার টিকিট জিতেছে। খবর পাওয়ার পর কাউকে কিছু না জানিয়ে সাথে সাথে তিনি থানায় গিয়ে পুলিশকে সব জানান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার কম, প্রতিদিন ৫ জিবি ডেটার প্ল্যান আনলো BSNL

পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করেন। এই ঘটনা আনন্দিত গোটা পরিবার। আর বিকাশ বাবুর বাবা তমাল বাবু হেসে বলেছেন অভাবের সংসারে এরকম উপহার পাবেন তা কোনোদিন কল্পনাও করেননি। এবার হয়ত অনটন ঘুচবে বলে আশা তার। বিকাশ বাবু এই টাকা খরচ করবেন নিজের বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার জন্য, সন্তানকে মানুষ করার জন্য।

About Author