Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ট্যাক্সি তৈরি হয়েছে সোনা দিয়ে, যার ভাড়া ২৫ হাজার টাকা

শ্রেয়া চ্যাটার্জি : ট্যাক্সি যানবাহনটি বহু পুরোন একটি যানবাহন। কলকাতায় বেরোলে হলুদ রংয়ের ট্যাক্সি দেখা যায়, তবে আপনি কি জানেন আপনি যদি কেরালা তে যান কেরালা তে গেলেও মাত্র একটা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : ট্যাক্সি যানবাহনটি বহু পুরোন একটি যানবাহন। কলকাতায় বেরোলে হলুদ রংয়ের ট্যাক্সি দেখা যায়, তবে আপনি কি জানেন আপনি যদি কেরালা তে যান কেরালা তে গেলেও মাত্র একটা হলুদ রঙের ট্যাক্সি আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যদি ট্যাক্সি হলুদ রঙেরই হয় তবে একটা কেন? প্রশ্নটা তো ঠিকই। আসলে ট্যাক্সিটা উপরে কোন হলুদ রং করা নয়, ট্যাক্সিটা তৈরি হয়েছে সোনা দিয়ে। এই সোনার তৈরি ট্যাক্সি এর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন এমন সুন্দর ট্যাক্সি দেখলে কারই বা ভালো লাগবে না বলুন? তবে ট্যাক্সি ভাড়া শুনলে আপনার চক্ষু চড়কগাছ হবে।

আরও পড়ুন : কৃষ্ণকলির সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস করলেন নিখিল, দেখুন ভিডিও

ট্যাক্সিটি চড়তে গেলে আপনাকে দুদিনে দিতে হবে প্রায় ২৫ হাজার টাকা। তবে যারা সৌখিন মানুষ এবং যাদের অর্থনৈতিক ক্ষমতা রয়েছে তারা কিন্তু তাদের সখ পূরণ করতেই পারেন। কারণ এই ট্যাক্সি আপনাকে যে শুধুমাত্র আভিজাত্য দেবে তা নয়, এর একটা ঐতিহ্য রয়েছে। কেরালার একটি নামকরা রিসোর্টে এটি ব্যবহার হয়ে থাকে। আপনি যদি এই রিসর্টে যান কেরালা ভ্রমণ করতে তাহলে আপনার বাড়তি পাওনা হবে এই সোনায় মোড়া ট্যাক্সিতে দুদিন কাটানো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর আপনার যদি আভিজাত্য, ঐতিহ্য উপভোগ করতে ভালো লাগে তাহলে একবার কেরালা গিয়ে ট্যাক্সিতে আপনি চড়তে পারেন। এই ট্যাক্সিতে করে আপনি রাস্তায় বেরোলে নিজেকে কোন সিনেমার নায়কের থেকে কম কিছু মনে হবেনা।
About Author