Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনো ভাইরাসকে প্রতিরোধ করার উপায় বললেন রামদেব

বর্তমানে সারা বিশ্বে মূলত এশিয়ার অন্তর্গত দেশগুলির মধ্যে একটি চিন্তার বিষয় হলো নভেল করোনা ভাইরাস। যেই ভাইরাসের উৎপত্তি স্থল চীনে মৃত্যু ছাড়িয়েছে তিন হাজার এবং আক্রান্ত সত্তর হাজারেরও বেশি। চীন…

Avatar

বর্তমানে সারা বিশ্বে মূলত এশিয়ার অন্তর্গত দেশগুলির মধ্যে একটি চিন্তার বিষয় হলো নভেল করোনা ভাইরাস। যেই ভাইরাসের উৎপত্তি স্থল চীনে মৃত্যু ছাড়িয়েছে তিন হাজার এবং আক্রান্ত সত্তর হাজারেরও বেশি। চীন ছাড়াও আরও ৩০ টি দেশে মিলেছে এই ভাইরাসের সন্ধান। মার্কিন গোয়েন্দা সংস্থা কিছুদিন আগেই জানিয়েছে, এই ভাইরাসের কবলে ভারতও পড়তে পারে, এবং তেমন সম্ভাবনাও রয়েছে। সতর্ক করা হয়েছে দেশের স্বাস্থ্য সচীবদের।

এই সংকটজনক পরিস্থিতিতে স্বামী রামদেব দিলেন এক মুক্তির উপায়। তিনি ভারতের মানুষকে টেলিভিশন শোয়ের মাধ্যমে একান্ত আলাপচারিতায় যোগ ও আয়ুর্বেদের মাধ্যমে করোনো ভাইরাসকে প্রতিরোধ করার উপায় বের করেছেন। রামদেব সূর্য নমস্কার, প্রাণায়াম এবং কপাল ভাটির মতো যোগব্যায়ামের মাধ্যমে এই রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, যে করোনভাইরাস সহ সকল ধরণের রোগ থেকে দূরে থাকতে শরীরের প্রতিরোধ ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩০০০, মহামারী ছড়িয়ে পড়ে ৬০ টিরও বেশি দেশে

প্রশ্ন হল, গোমুত্র করোনভাইরাস প্রতিরোধে কী সহায়তা করে?

রামদেব বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে গোবর এবং গোমূত্রের সাহায্যে নিরাময় করা যায়। যা সত্যিই মানুষের বিশ্বাসের বিপরীত বিষয়। তিনি বলেছিলেন যে গোমুত্র- রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য এমনকি ক্যান্সার নিরাময়ে কার্যকর। করোনভাইরাস প্রতিরোধের বিষয়ে রামদেব পরামর্শ দিয়েছেন যে, এরই রোগের নিরাময়ে আয়ুর্বেদিক ঔষধ গিলয় (টিনোস্পরা কর্ডিফোলিয়া) দরকারী। সংস্কৃত ভাষায়, গিলয় ‘অমৃতা’ নামে পরিচিত, যা আক্ষরিক অর্থ ‘অমরত্বের মূল।’ এর প্রচুর ঔষধি গুণ রয়েছে। রামদেব বলেছেন, যে গিলয়কে জলে সিদ্ধ করে তার পরে হলুদ, গোলমরিচ গুঁড়ো এবং তুলসী পাতা মিশাতে হবে। মিশ্রণটি যখন ঘন হবে তখন তা খেতে হবে।

About Author