Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপূর্ব গলার স্বর; ছোট্ট মেয়েটির অসাধারন গান শুনলে মুগ্ধ হবেন আপনিও, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রতিদিন কতরকমের ভিডিয়োই না আপলোড করা হয়, তবে প্রতিভার জোরে মানুষের মনে স্থান পেয়ে যায় কিছু বিশেষ ভিডিও আর সেইগুলিই জায়গা পায় ভাইরালের তালিকায়…

Avatar

কৌশিক পোল্ল্যে: ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রতিদিন কতরকমের ভিডিয়োই না আপলোড করা হয়, তবে প্রতিভার জোরে মানুষের মনে স্থান পেয়ে যায় কিছু বিশেষ ভিডিও আর সেইগুলিই জায়গা পায় ভাইরালের তালিকায় অগুনতি শেয়ারের নিরিখে।

গান গেয়ে ভাইরাল হওয়া নতুন কিছু নয়। এর আগে বহু ব্যক্তিত্ব ফেসবুকে গান গেয়ে ভাইরাল হয়েছেন। রাতারাতি স্টার হয়ে যাওয়া রানাঘাটের রানু মন্ডলের খবরটিতেও এখনও আস্তরন পড়েনি সকলের মনে। সেরকমই আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। তবে এইবার গানের সুরে সকলকে মুগ্ধ করলেন এক ছোট্ট বালিকা। বাংলা লোকগীতির মূর্ছনায় ভাসিয়ে নিয়ে গেলেন সকলকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি খুদে মেয়ে গান গাইছেন হারমোনিয়াম বাজিয়ে এবং তবলায় তার যোগ্যসঙ্গত করছেন তারই অভিভাবকসম জনৈক ব্যক্তি। রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কিত জনপ্রিয় গান ‘সর্বতোমঙ্গলো রাধে বিনোদিনী রাই’ গানটি অনায়াসে রপ্ত করেছেন এই ছোট্ট বালিকা। স্বরলিপি মেনে দিব্যি গেয়ে চলেছেন সুন্দর গানটি, আর কী অপূর্ব গলার স্বর, এই ভিডিয়োই নতুন করে স্থান পেল নেটিজেনদের মনে।

ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও পেজে সর্বত্রই ঘুরছে এই ভিডিও। কমেন্টবক্সে নিজের মতামত দিয়ে আশীর্বাদ ও ভালোবাসা জ্ঞাপন করেছেন সকলেই। এগিয়ে চলার সাহস জুগিয়েছেন বহু মানুষ, সেই সঙ্গে এরকম আরও অনেক গান শোনার আবদারও করেছেন অনেকে। আপনিও চাইলে শুনে নিতেই পারেন সেই মন ভালো করা গানটির ভিডিও। দেখে নিন একঝলক।

About Author