দাম কমতে চলেছে রান্নার গ্যাসের। পয়লা মার্চ থেকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ৫৩ টাকা করে কমবে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে। সমস্ত মেট্রো শহর গুলিতেই এই দাম কমবে বলে জানিয়েছে তারা। গত বছরের আগস্ট থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা বেড়েছে গ্যাসের দাম, এতদিন বাড়ার পর এবার কমবে বলে জানিয়েছে দেশের সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী সংস্থা।
২০২০ সালের ১লা মার্চ থেকে দিল্লি ও মুম্বাইয়ের ইন্ডিয়ান অয়েল এলপিজি গ্রাহকদের সিলিন্ডারে প্রতি রান্নার গ্যাসের জন্যে যথাক্রমে ৮০৫.৫০ টাকা এবং ৭৭৬.৫০। ভর্তুকি বিহীন গ্যাস সিলিন্ডারে কলকাতার গ্রাহকদের দিতে হবে সিলিন্ডার প্রতি ৮৩৯.৫০ টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিছুদিন আগেই বলেছিলেন মার্চেই দাম কমতে পারে রান্নার গ্যাসের, কারণ ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাজারে দাম বাড়ার জন্যে ভারতেও দাম বেড়েছিল রান্নার গ্যাসের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে বিদ্যুতের বিলেও প্রি-পেড কার্ড
তার সেই ঘোষণার কয়েকদিন পরই ইন্ডিয়ান অয়েলের তরফে দাম কমানোর ঘোষণা করা হলো। ফেব্রুয়ারিতে দিল্লিতে এলপিজির দাম সিলিন্ডার প্রতি ১৪৪.৫ টাকা বাড়ানো হয়েছিল, যা জাতীয় রাজধানীতে ৪ জানুয়ারী, ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি হিসাবে চিহ্নিত হয়েছে। সেই বর্ধিত দাম এবার অনেকটাই কমছে।