Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাঁচি দিয়েই বোমা নিষ্ক্রিয়, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড বাংলা সিরিয়ালের জবা

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ সাফল্যের সঙ্গে হাজার পর্ব সম্প্রচারিত হয়ে এখনও নিত্য চলে আসছে। এর মূল চরিত্র জবা কীভাবে বাড়ির এক সাধারন কাজের মেয়ে থেকে নিজের…

Avatar

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ সাফল্যের সঙ্গে হাজার পর্ব সম্প্রচারিত হয়ে এখনও নিত্য চলে আসছে। এর মূল চরিত্র জবা কীভাবে বাড়ির এক সাধারন কাজের মেয়ে থেকে নিজের যোগ্যতা প্রমান করে উকিল হয়ে উঠল সেই গল্পই এই ধারাবাহিকের মূল ভিত্তি। জবার স্বামী পরম ও তিন সন্তান সহ একটি যৌথ পরিবারের প্রতিনিয়ত উত্থান-পতন থেকে কীভাবে সবাইকে উদ্ধার করে আনছেন জবা সেটিই দেখবার বিষয়। যদিও নেটদুনিয়ায় এই ধারাবাহিককে ঘিরে বহু বিতর্কের সৃষ্টি হয়েছে, ট্রোলও ও মিম পোস্ট হতে রেহাই পায়নি এই মেগাসিরিয়াল।

কাঁচি দিয়েই বোমা নিষ্ক্রিয়, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড বাংলা সিরিয়ালের জবা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে চাকর থেকে হঠাৎ করে উকিল হয়ে যাওয়া কিংবা অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও কীভাবে মুখে অক্সিজেন মাক্স পরে কেস লড়ছেন জবা, সেই নিয়ে সরব হয় নেটপাড়া। একের পর এক ট্রোল শুরু হয় এই বিষয় নিয়ে। তার রেশ কাটতে না কাটতেই আবারো এমন একটি বিষয় সামনে এল যা গুরুগম্ভীরের বদলে হাসির খোরাক হয়েছে। সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে কোনোরকম বিশেষ পোশাক না পরে এবং বিশেষ ট্রেনিং না নিয়ে কীভাবে নয়টি বোমা নিষ্ক্রিয় করলেন জবা তাতেই সন্দিহান হয়ে পড়ছেন সকলে। এর উপর নয়টি বোমা শুধুমাত্র কাঁচি দিয়েই নিষ্ক্রিয় করা হয়েছে এবং সবক্ষেত্রে একই রং এর তার কাটা হয়নি তাহলে এসব কীভাবে সম্ভব? প্রশ্ন নেটিজেনদের।

আরও পড়ুন : গায়ে রঙ লাগিয়ে তুমুল নাচলেন স্বপ্না চৌধুরী, দেখুন সেই ছবি

অনেকের বক্তব্য, এই সমস্ত অবাস্তব জিনিস না দেখিয়ে, সিরিয়াল কর্তৃপক্ষের উচিৎ বিশ্বাসযোগ্য কনটেন্টের উপর কাজ করা এবং সেটাতেই মনোনিবেশ করা। যদিও শোনা যাচ্ছে ধারাবাহিকটি প্রায় শেষের পথে, এমন সময় সিরিয়াল কর্তপক্ষ কী নতুন করে আলোচনায় বসবে! আপনার কী মনে হয়?

About Author
news-solid আরও পড়ুন