শনিবার দোহায় গত ১৮ বছর ধরে চলা যুদ্ধের সম্পর্ক ভুলে অবশেষে শান্তি চুক্তি স্বাক্ষরিত হল আমেরিকার সঙ্গে তালিবানদের।
১৮ বছর আগে আফগানিস্তান গিয়েছিল আমেরিকার সেনা। ৯/১১-র হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করার জন্য তাদের পাঠানো হয়েছিল। ভারতের তরফে দোহায় আমেরিকা-তালিবানদের শান্তি চুক্তিতে প্রতিনিধিও পাঠানো হয়।
শুক্রবার বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে কাবুল পাঠানো হলে শ্রিংলা আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘনিকে জানিয়েছেন ভারত আফগানিস্তানের গণতন্ত্র ও সুরক্ষার প্রশ্নে তাদের পাশে থাকবে। ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত তালিবান সরকারকে মান্যতা দেয়নি ভারত। কাবুলে আফগান সরকারের শীর্ষ স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস, দাবি পাক সংখ্যালঘুদের
ভারতের আফগানিস্তানের সরকার এবং সাধারণ মানুষের প্রতি সমর্থন থাকবে বলে জানানো হয়েছে। শনিবার এই চুক্তিতে উপস্থিত ছিলেন মার্কিন সচিব মাইক পম্পে। চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন রাষ্ট্রদূত জালমে খালিজাদ ও তালিবান ডেপুটি লিডার মোল্লা আব্দুল ঘানি বরদর। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের কথা ভুলে শান্তি চুক্তি স্বাক্ষর করার পর আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে আমেরিকা, এমনটাই মনে করা হচ্ছে। এক মাসের মধ্যে সরিয়ে নেওয়া হবে ৮৬০০ ট্রুপ। আফগান সরকারের সঙ্গে তালিবানদের কথা হবে এরপর।