Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিন দুপুরে দিল্লির মেট্রো স্টেশন চত্বরে ‘গোলি মারো’ স্লোগান

বিগত কয়েকদিনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দিল্লীর বিভিন্ন এলাকা। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে শুরু করলেও ফের উস্কানিমূলক স্লোগান শোনা গেল রাজীব চৌক মেট্রো স্টেশন চত্বরে। একদল যুবকের মুখে "দেশ কি…

Avatar

বিগত কয়েকদিনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দিল্লীর বিভিন্ন এলাকা। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে শুরু করলেও ফের উস্কানিমূলক স্লোগান শোনা গেল রাজীব চৌক মেট্রো স্টেশন চত্বরে। একদল যুবকের মুখে “দেশ কি গদ্দারো কো গোলি মারো” স্লোগান শোনা যায়। কর্তৃপক্ষের তরফে জানা গেছে এইদিন সকাল ১০ টা ৫২ মিনিট নাগাদ ৬ জন এই স্লোগান তোলে, এরপর তাদের আটক করা হয়।

তবে এই স্লোগান আজ প্রথম নয়, সম্প্রতি বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আরেক বিজেপি নেতা অভয় বর্মার মুখেও শোনা গিয়েছিল ওই স্লোগান। উল্লেখযোগ্য, দিল্লীর ভয়ংকর সংঘর্ষে মারা গেছে ৪২ জন এছাড়া আহত হয়েছে তিন শতাধিক মানুষ। এছাড়া ৭৯টি বাড়ি, ৫২টি দোকান, ৫টি গোডাউন, ৩টি কারখানা, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভেঙে ফেলা হয়েছে অথবা জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিল্লির পর CAA বিক্ষোভে মৃত্যু মেঘালয়ে, একাধিক এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম জানিয়েছে দিল্লীর উত্তর-পূর্ব অংশের জাফরাবাদ, কর্দমপুরী, করওয়াল নগর, মৌজপুর, ভজনপুরা, গোকুলপুরী প্রভৃতি এলাকায় যে সংঘর্ষ হয়েছে তাতে যারা যুক্ত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। ইতিমধ্যেই এই সংঘর্ষের অভিযুক্ত থাকায় ১০০০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মধ্যে ৬৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

About Author