করোনার থাবা ভারতেও।তবে ভাইরাস নয়। করোনার গুজবের থাবা পড়েছে মুরগি ব্যবসাতে। করোনাভাইরাস নিয়ে নানা ধরনের গুজব উঠেছে সোশ্যাল মিডিয়াতে। যার ফলে রাজ্যের পোলট্রি ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের অন্যান্য রাজ্যেও এর প্রভাব পড়েছে। সূত্রের খবর অনুযায়ী আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটির বেশি ছাড়িয়ে গেছে।সোশ্যাল মিডিয়াতে নানা রকমের খবর আসছে। যেগুলি ভিত্তিহীন ও গুজব। কিছু কিছু ভিডিওতে দেখানো হয়েছে যে মুরগি থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে।
মানুষ এইসব ভিডিওর সত্যতা যাচাই না করেই আতঙ্কিত হয়ে পরছেন এবং এগুলি শেয়ার করে অন্যদের ও আতঙ্কিত করে তুলছেন। উল্লেখ্য এর আগেও ভাগাড় কাণ্ডের সময় রাজ্যে মুরগি ব্যবসাতে পতন ঘটেছিল। অনেক আর্থিক ক্ষতি ও হয়েছিল। আবার সেই ক্ষতি থাবা বসাচ্ছে করোনার জন্য। পশ্চিমবঙ্গ পোলট্রি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে মুরগির সাথে করোনার কোন যোগসূত্র নেই। তা প্রানিসম্পদ জানিয়েছে। কিন্তু তাও মানুষ বিশ্বাস করছেন না। রাজ্য সরকারের কাছে এই সমস্যার জন্য তারা আবেদন জানিয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ভারতেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা
দোকানদাররা কম দামে বিক্রি করলে ও ক্রেতারা আসছেন না। তারা রীতিমত দোকানে বসে মাছি তাড়াচ্ছেন। গুজবের জন্য ব্রয়লার মুরগির বিক্রি প্রায় ৪০% কমেছে। এরপর আরও ক্ষতি হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। দ্রুত এই পরিস্থিতি পরিবর্তন না হলে তাদের ব্যবসা লাটে উঠবে বলে তারা মনে করছেন।