বর্তমান যুগে টাকা ছাড়া এক পা’ও চলা যায়না। অনেকেই অনেক টাকা আয় করেন কিন্তু কোনো টাকাই তাদের হাতে থাকে না। কোনো বড় দরকারে টাকা পাওয়া যায় না। এই জন্যেই টাকা আয় করার পাশাপাশি সঞ্চয়ও করতে হয়। আর টাকা সঞ্চয়ের অন্যতম ভালো পন্থা হলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। বর্তমানে ভারতে মিউচুয়াল ফান্ড খুবই জনপ্রিয়। বিভিন্ন ধরণের মিউচুয়াল ফান্ডে সঠিক সময়ে জন্য ইনভেস্ট করলে নির্দিষ্ট সময় পরে যথেষ্ট পরিমাণেই টাকা রিটার্ন পাওয়া যায়।
মিউচুয়াল ফান্ডের SIP তে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডের বেশ কিছু SIP আছে যেগুলোতে একটি নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করলে একটা সময় পরে খুবই ভালো রিটার্ন পাবেন। মাসে ৬০০ টাকা করে অর্থাৎ দিনে ২০ টাকা করে SIP তে বিনিয়োগ করলে আপনি ৩০ বছর পরে ৮৬ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এই স্কীমে দিনে ১৫০ টাকা করে জমালে পাবেন ৫ কোটি ৭১ লক্ষ টাকা
একটি SIP তে দিনে ২০ টাকা অর্থাৎ মাসে মাত্র ৬০০ টাকা আপনি বিনিয়োগ করেন, এবং ১৮% হারে রিটার্ন পান তাহলে ৩০ বছর পর আপনি ৮৬ লক্ষ টাকা পাবেন। তবে এর জন্যে আপনাকে ৩০ বছরে বিনিয়োগ করতে হবে ওই নির্দিষ্ট SIP তে।