Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিনের মাত্র ২০০ টাকা করে জমিয়ে পান ৪.২১ কোটি টাকা, জানুন কিভাবে

বিনিয়োগকারীদের মূল লক্ষ্য হল দ্রুত হারে ধনী হওয়া। তবে তারা এমনভাবে বিনিয়োগ করতে চায় যাতে এটির ফলে তাদের মাসিক ব্যয়ের উপর খুব বেশি প্রভাব না পড়ে। এই ধরনের বিনিয়োগের বিকল্পগুলির সমাধানের জন্য,…

Avatar

বিনিয়োগকারীদের মূল লক্ষ্য হল দ্রুত হারে ধনী হওয়া। তবে তারা এমনভাবে বিনিয়োগ করতে চায় যাতে এটির ফলে তাদের মাসিক ব্যয়ের উপর খুব বেশি প্রভাব না পড়ে। এই ধরনের বিনিয়োগের বিকল্পগুলির সমাধানের জন্য, মিউচুয়াল ফান্ডগুলির SIP, বিশেষত ইক্যুইটি ফান্ডগুলি ভারতীয় বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। এই SIP গুলিতে মাসিক বিনিয়োগের হিসেবে বিনিয়োগ করা যেতে পারে। তবে এই ধরনের SIP গুলিতে বিনিয়োগ যদি দীর্ঘমেয়াদী হয় তবে রিটার্ন অনেক বেশি হয়।

আনন্দ রথী ওয়েলথ ম্যানেজমেন্টের ডেপুটি সিইও ফিরোজ আজিজ SIP তে বিনিয়োগের সুবিধার কথা বলতে গিয়ে বলেছেন, ‘মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য SIP রুট বেছে নিতে পারেন কারণ এটিতে তাদের মাসিক বাজেটের উপর তেমন কোনো প্রভাব পড়েনা। তাছাড়া, যারা তাদের কেরিয়ারের শুরুর পর্যায়ে আছেন তাদের বিনিয়োগের জন্য বিশাল অঙ্কের টাকার পরিমাণ থাকে না, তাই দীর্ঘমেয়াদে অল্প অল্প করে টাকা জমিয়ে লাভের মুখ দেখতে পারেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ৩১ মার্চের পর থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে SBI গ্রাহকদের

আর এই সব সুবিধা গুলিই SIP ইনভেস্টমেন্টে আছে। যদি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী অর্থাৎ 30 বছরের কাছাকাছি সময়ের জন্য বিনিয়োগ করেন, তবে তারা সহজেই বিনিয়োগের উপরে প্রায় ১৫ শতাংশ রিটার্ন পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি একটি ১৫% রিটার্নের SIP তে কেউ একজন ৩০ বছরের জন্য মাসিক ৬০০০ টাকা করে রাখেন অর্থাৎ দিনে ২০০ টাকা করে তাহলে ৩০ বছর পরে তা ৪.২১ কোটি টাকা হবে। ফলে একটি SIP তে শৃঙ্খলাবদ্ধ ভাবে ৩০ বছর বিনিয়োগ করতে পারলে আপনি কোটিপতি হতে পারেন।

About Author