Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিল্লির হিংসাতে মৃত্যু ৩৪ জনের, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

দিল্লির হিংসা থামছেই না। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। দিল্লির এই ঘটনার জন্য উদ্বেগপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। শান্তি ফেরানোর জন্য আবেদন…

Avatar

দিল্লির হিংসা থামছেই না। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। দিল্লির এই ঘটনার জন্য উদ্বেগপ্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। শান্তি ফেরানোর জন্য আবেদন করেছেন  প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অনেকজনই। দিল্লিতে এখনও পর্যন্ত ১০৬ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ টি এফআইআর ও হয়েছে। আর আহত ব্যাক্তিদের মধ্যে প্রায় ৭০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী দিল্লির অশান্তপ্রবণ এলাকাগুলিতে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৫ জন আইপিএসের দায়িত্ব পরিবর্তন করেছে বলে সূত্রের খবর। বিনোদন জগতের তারকাদের পাশাপাশি দিল্লির এই হিংসা নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটাররা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিল্লিতে সংঘর্ষ, বড়সড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার

যুবরাজ সিং, বীরেন্দ্র সেওয়াগ প্রমুখ-রা টুইটে শান্তি ফিরিয়ে আনার জন্য আবেদন করেছেন। সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী অমিত শাহ-র পদত্যাগের ও দাবী তুলেছেন। দিল্লি হাইকোর্ট মন্তব্য করেছেন যে আরেকটা ১৯৮৪ হতে দেওয়া যাবে না। রাজপথ এখন শুনশান, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

About Author