Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যবসা শুরু করতে মূলধনের অভাব? মোদী সরকার দেবে ৪ লাখ টাকা

নিজস্ব ব্যবসা শুরু করতে আমরা সবাই চাই কিন্তু এর জন্য প্রয়োজন মূলধনের। আর্থিক কারণে যাতে কারোর স্বপ্ন ভেঙে না যায় তাই মােদী সরকার মানুষের সাহায্য করতে উদ্যোগী হয়েছেন। ব্যবসা করার…

Avatar

নিজস্ব ব্যবসা শুরু করতে আমরা সবাই চাই কিন্তু এর জন্য প্রয়োজন মূলধনের। আর্থিক কারণে যাতে কারোর স্বপ্ন ভেঙে না যায় তাই মােদী সরকার মানুষের সাহায্য করতে উদ্যোগী হয়েছেন। ব্যবসা করার ক্ষেত্রে মােদী সরকারের মুদ্রা প্রকল্প থেকে লােন নিয়ে শুরু করতে পারেন এমন একটি ব্যবসা যা স্বল্প মূল্যে শুরু করা যাবে এবং লাভজনক । পাপড় তৈরির ব্যবসা শুরু করতে দুই লাখ টাকা লাগবে । এর জন্য জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশন একটি প্রকল্প প্রতিবেদন তৈরি করেছে , যার মাধ্যমে আপনি স্বল্প সুদে মুদ্রা প্রকল্পের আওতায় ৪ লক্ষ টাকা লােন পাবেন । জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের প্রতিবেদন অনুসারে, মােট ৬ লাখ টাকা বিনিয়ােগে করে প্রায় ৩০ হাজার কেজি উৎপাদন ক্ষমতা তৈরী হবে।

ব্যবসাটির সম্পূর্ণ পক্রিয়ায় খরচ মাত্র ৬.০৫ লাখ।যার মধ্যে স্থায়ী মূলধন এবং কার্যনির্বাহী মূলধনের ব্যয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ-র মধ্যে বিশদে যা যা থাকবে সেগুলি হল – স্থির মূলধনটিতে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন সরঞ্জামের মতাে ব্যয়ও অন্তর্ভুক্ত থাকে। কার্যকরী মূলধনটিতে কর্মীদের তিন মাসের বেতন, তিন মাসের কাঁচামাল ব্যয় এবং ইউটিলিটি পণ্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ভাড়া, বিদ্যুৎ, জল, টেলিফোন বিল অন্তর্ভুক্ত রয়েছে। সুইফটার , দুটি মিশ্রণকারী, প্ল্যাটফর্মের ভারসাম্য, বৈদ্যুতিকভাবে চালিত ওভেন, মার্বেল টেবিলের শীর্ষ, চাকলা সিলিন্ডার, অ্যালুমিনিয়ামের পাত্র এবং র্যাকের মতাে মেশিন ইত্যাদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, এই কাজ না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

তবে পাপড় তৈরির ব্যবসা শুরু করার জন্য কমপক্ষে আড়াইশাে বর্গফুট জায়গার প্রয়ােজন, স্থান না থাকলে স্থান ভাড়া জন্য মাসে ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা দিতে হবে। এই ব্যবসার জন্য তিনটি অব্যাহত শ্রম, দুজন দক্ষ শ্রম ও একজন সুপারভাইজারের প্রয়ােজন হবে। যার বেতনের প্রায় ২৫,০০০ টাকা।

এই ব্যবসাটির জন্য ৬ লক্ষ টাকা ব্যয় করতে হবে যার মধ্যে মােদী সরকারের মুদ্রা প্রকল্পের আওতায় ৪ লাখ টাকা পাওয়া যাবে , আপনার কাছ থেকে ২ লক্ষ টাকা বিনিয়ােগ করতে হবে। ঋণ এর জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যােজনার আওতায় যে কোনও ব্যাংকে আবেদন করা যাবে। এর জন্য একটি ফর্ম পূরণ করতে হবে, কোনও প্রসেসিং ফি লাগবে না। ৫৩ বছরের মধ্যে ঋণ পরিমাণ ফেরত দেওয়া যায়।

About Author