কৌশিক পোল্ল্যে: দেখতে দেখতে টলি ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর পার করে ফেললেন এই সুন্দরী অভিনেত্রী। এই কয়েক বছরে তার ঝুলিতে এসেছে একগুচ্ছ বাংলা ছবি, যদিও কেরিয়ারের শুরুটা হয়েছে রাজ চক্রবর্তীর হাত ধরে। 2015 সালে ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ এসভিএফ এর প্রযোজনায় তার প্রথম ছবি। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘গার্লফ্রেন্ড’, ‘হইচই আনলিমিটেড’, ‘বাচ্চা শ্বশুর’ প্রভৃতি তার কেরিয়ারের অন্যতম ছবি।
অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা কারোর অজানা নয়। টলিপাড়ায় বনি-কৌশানি একটি চর্চিত জুটি এবং নিজেদের সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক করেননি এই যুগল। প্রায়শই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে থাকেন সোশাল মিডিয়ায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅতি সম্প্রতি কৌশানি একটি সুন্দর মেরুনরঙা ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে গুটিকতক ছবি পোস্ট করেন এবং এই ছবিতেই মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। ছবিতে খুবই সুন্দর প্রত্যুত্তর ও ইতিবাচক মন্তব্য পাওয়ার পর এই পোশাকেই ভিন্ন ভঙ্গিমায় আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। কৌশানির এই ছবিগুলি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
View this post on Instagram