কৌশিক পোল্ল্যে: ‘মা’ এমন একটি সিরিয়াল যা আজও বাংলার ঘরে ঘরে সমাদৃত। এক হাজার পর্বেরও বেশি সময় ধরে টেলিভিশন জগতে রাজত্ব করা সিরিয়ালটির সময়কাল প্রায় ছয় বছর। এই সিরিয়ালের মুখ্য গল্প একটি অসহায় মেয়ে ঝিলিককে কেন্দ্র করে। সমস্ত বিপর্যয় ও বাধাবিপত্তি পেরিয়ে নিজের মায়ের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে সিরিয়ালটির পরিসমাপ্তি ঘটে, সেই সঙ্গে সারা বাংলায় ছড়িয়ে পড়ে ঝিলিকের নাম। রাতারাতি স্টার হয়ে ওঠেন এই ক্ষুদে অভিনেত্রী।
এনার আসল নাম তিথি বসু। প্রসঙ্গত উল্লেখ্য ঝিলিকের বড় বয়সের চরিত্রটিতে অভিনয় করেন শ্রীতমা দত্ত। মাঝে তিথিকেও আবারো ফিরিয়ে আনা হয় সিরিয়ালের টিআরপির নিমিত্তে আর বলাইবাহুল্য ছোট ঝিলিকের জনপ্রিয়তা সেসময় মাঝগগনে।অভিনয় থেকে বর্তমানে খানিকটা দুরত্ব তৈরি হয়েছে বটে তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিথি, পোস্ট করেন সুন্দর সব ছবি। সদ্য লাল পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করলেন তিনি। সুন্দর পোশাকে ও ভঙ্গিমায় তাক লাগালেন নেটিজেনদের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বিকিনি পরে হট লুকে বাঙালি অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত
সেসময়ের ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ জয়ী তিথিকে বর্তমানে নতুন করে কোনো ধারাবাহিকে দেখা যায়নি।
তার পোস্ট করা ছবিটির একঝলক নীচে দেখে নিন।
View this post on Instagram