দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিয়েছে বেশ কয়েকদিন, রোদের তাপে বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে গরমও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির ঘরে। বাতাসে আপেক্ষিক তাপমাত্রাও বাড়ছে, তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি, এবার থেকে প্রখর তাপে গরমের বিরক্তিকর দিন আসতে চলেছে যার শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, তবে শুধু দক্ষিনবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এ দিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়়িতে ১৪ ডিগ্রি, কালিম্পঙে ৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামী সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এ রাজ্য এবং বিহারে যার জেরে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলারায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবছর শীত কিছুটা দেড়িতে শুরু হলেও লম্বা ইনিংস খেলে অবশেষে বিদায় নিয়েছে। ভোরের দিকে এখনও বাতাসে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও বাড়বে তাপমাত্রা। গত জানুয়ারি মাসে তাপমাত্রা একবার বাড়তে শুরু করলেও ফিরে আসে শীত। একাধিকবার আউট হতে হতেও আউট হয়নি কিন্তু, শীতের তীব্রতা এবছর দীর্ঘ সময় ধরে উপভোগ করেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন শীত বিদায় নিয়েছে, ফেরার সম্ভাবনা নেই আর।