Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একই দিনে তিনটি পুরষ্কার পেয়ে রেকর্ড করলেন এই বাঙালি গায়িকা

কৌশিক পোল্ল্যে: প্রথম ছবি থেকেই পুরষ্কার পাবার দৌড় শুরু করেছেন কোকিলকন্ঠী শ্রেয়া ঘোষাল, সে দৌড় এখনও চলে আসছে কুড়ি বছর পূর্বে যাত্রা শুরুর সময় থেকেই। একের পর এক সুপারহিট গানে…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রথম ছবি থেকেই পুরষ্কার পাবার দৌড় শুরু করেছেন কোকিলকন্ঠী শ্রেয়া ঘোষাল, সে দৌড় এখনও চলে আসছে কুড়ি বছর পূর্বে যাত্রা শুরুর সময় থেকেই। একের পর এক সুপারহিট গানে মন মাতানো গায়কিতে টলি বলি সর্বত্রই বিরাজিত শ্রেয়া ঘোষাল। তার গানের প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। প্রতিবছর কোনো না বড় অ্যাওয়ার্ড ফাঙ্কশনে সেরা গায়িকা হিসেবে তিনি পুরষ্কৃত হন তার অনবদ্য কন্ঠস্বর ও অসাধারন গানগুলির জন্য। শ্রেয়া ঘোষাল মানেই অপূর্ব এক সুরের মূর্ছনায় দীর্ঘক্ষন ভেসে থাকতে চাওয়া এক স্রোতের নাম। ইতিমধ্যেই ছটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরে নিয়েছেন নিজের ঝুলিতে। তার জাতীয় পুরষ্কারের লিস্টও নেহাত কম নয়, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তিনি বঙ্গবিভূষন সম্মানে ভূষিত হন।

এবার রেডিও মিরচি 98.3 এফএম এর উদ্যোগে বেশ কয়েকবছর ধরে চলা একটি বার্ষিক সম্মান জ্ঞাপন এর অনুষ্ঠান শুরু হয়েছে যেটি ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ড’ নামে খ্যাত। সংগীত জগতের মহারথীদের এক ছাদের তলায় এনে বছরের সেরা মিউজিক সম্বন্ধিত ব্যক্তিদের সম্মানিত করা হয়। উল্লেখ্য হিন্দি ছাড়া অন্যান্য প্রাদেশিক ভাষাতেও একইরকম ভাবে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এবারের অনুষ্ঠানে ঘটল এক বিশেষ চমক, যদিও অস্বাভাবিক কিছু নয়। একই দিনে একই মঞ্চে তিন তিনটি মিরচি পুরষ্কার উঠে এল শ্রেয়া ঘোষালের হাতে, ‘ঘর মোরে পারদেশিয়া’, ‘ইয়ে আইনা’, ‘হামে তুমসে প্যায়ার কিতনা’ গান তিনটির জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রাতের মৃদু আলোয় নিজের গোপন ছবি ফাঁস করলেন শ্রীলেখা মিত্র, দেখুন ভাইরাল ছবি

পুরষ্কার পেয়ে আনন্দে অভিভূত শ্রেয়া ইনস্টাগ্রামে তিনটি পুরষ্কার হাতে নিয়ে সুন্দর একটি ছবি পোস্ট করেন। অনুরাগীসহ সেলেবরাও তাকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। কমেন্টে নেটিজেনদের উপছে পড়া উচ্ছাস, “এভাবেই এগিয়ে চলুক শ্রেয়া, বাংলার গর্ব, বাঙালির গর্ব।”

About Author
news-solid আরও পড়ুন