Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যালেন্ডারের জন্য নগ্ন ফোটো শ্যুট করলেন কিয়ারা আডবানি ও সানি লিওনি, দেখুন সেই ছবি

কৌশিক পোল্ল্যে: সিনেমার সাফল্যের জেরে রাতারাতি স্টার হয়ে ওঠেন তিনি। ‘কবীর সিং’ ছবির প্রীতি হয়ে ওঠেন ন্যাশনাল টপিক। তারপর অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয়…

Avatar

কৌশিক পোল্ল্যে: সিনেমার সাফল্যের জেরে রাতারাতি স্টার হয়ে ওঠেন তিনি। ‘কবীর সিং’ ছবির প্রীতি হয়ে ওঠেন ন্যাশনাল টপিক। তারপর অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ ছবিতে একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেন কিয়ারা আডবানি। আর একজনের কেরিয়ার শুরু 2012 সালে ‘রাগিনী এমএমএস 2’ ছবির মাধ্যমে। এই ছবি তাকে এনে দেয় বহুল সফলতা। আমেরিকায় পর্নস্টারের পেশা ত্যাগ করেন তিনি হয়ে ওঠেন বলিউড অভিনেত্রী। কথা হচ্ছে করনজিৎ কৌরকে নিয়ে ওরফে সানি লিওনি।

এই দুজন অভিনেত্রী সহ আরও বহু বলি সেলেব মাতলেন নগ্ন ক্যালেন্ডার শ্যুটে। ফটোগ্রাফার ডাব্বু রাতনানিন এবছরের ক্যালেন্ডার শ্যুটে একেবারে নগ্ন শরীরে ধরা দিলেন ভূমি পেডনেকর, সানি লিওনি, ভিকি কৌশল, কিয়ারা আডবানি সহ আরও অনেকে। বিভিন্ন থিমে করা হয় এই ফটোশ্যুটগুলি। যেখানে একটি কচুপাতার পিছনে নিজের লজ্জাবরন করে পোজ দিতে দেখা গেল কিয়ারাকে অন্যদিকে বই দিয়ে নিজের শরীর ঢাকলেন সানি লিওনি আবার জলের নীচে দাঁড়িয়ে গালি গায়ে পোজ দিলেন ভিকি কৌশল। এবারের ডাব্বু রাতনানি ক্যালেন্ডারের জন্য এই শ্যুট। অবশেষে ক্যালেন্ডার প্রকাশিত হল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

মুক্তির দিন অনুষ্ঠানিকভাবে চাঁদের হাট বসে। এই ইভেন্টে এসেছেন রেখা, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আডবানি থেকে শুরু থেকে আরও অনেকেই। সামনেই ভিকির আসন্ন ছবি ভূত মুক্তি পাবে এবং কিয়ারা ব্যস্ত তার আগামী প্রজেক্ট ‘ইন্দু কী জাওয়ানি’ নিয়ে আর সানি লিওনিকে দেখা যাবে জনপ্রিয় টিভি শো ‘স্পিলিট্সভিলা’র পরবর্তী সিজনে। এদের সকলের ছবিগুলি পরপর নীচে সাজানো রইল, একঝলক দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani) on

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani) on

About Author