শীত কাটিয়ে বাড়ছে উষ্ণতার পারদ। বসন্তের দুপুরে সূর্যের দাপট হার মানাচ্ছে জৈষ্ঠের গরমকেও। অস্বস্তির এই গরমের মাঝে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় প্রবল বেগে বৃষ্টি আসতে চলেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। শুক্রবার বিকেল থেকেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহেও এই বৃষ্টির রেশ থাকবে বলে জানা গেছে।
শীতের বিদায় আর ক্রমশ উষ্ণতা বেড়ে যাওয়ায় অস্বস্তিকর পরিস্থিতিতে অসময়ের এই বৃষ্টি সমস্যায় ফেলতে বাঙালীকে। শুক্রবার শিবরাত্রি হওয়ায় সমস্যা আরও বাড়াতে পারে বৃষ্টি। দুর্গাপূজা, সরস্বতী পূজার মতোই শিব চতুর্দশীর রাতেও বৃষ্টির থাবায় পন্ড হতে পারে উৎসবের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রমাদ গুনছে উৎসব প্রিয় আম বাঙালি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : পুরভোটের আগে কলকাতায় সভা অমিত শাহর
শুধু তাই নয়, শীত ও গরমের মধ্যে পড়ে এমনিতেই অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছে বাঙালী। আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর, সর্দি, ঠান্ডা লাগা এ সব লেগেই রয়েছে। তার উপর এই অসময়ের বৃষ্টিতে ভিজে হাসপাতালের মুখ যাতে দেখতে না হয় তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।