Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃতীয়বার দিল্লির মসনদে বসার পর অমিত শাহের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের

গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচনের ভোট গণনা ছিল, যাতে ৭০ টি আসনের ৬২ টি আসন জয়লাভ করে আম আদমি পার্টি। বাকি আটটি আসন পায় বিজেপি। এই নিয়ে তৃতীয় বার…

Avatar

গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার নির্বাচনের ভোট গণনা ছিল, যাতে ৭০ টি আসনের ৬২ টি আসন জয়লাভ করে আম আদমি পার্টি। বাকি আটটি আসন পায় বিজেপি। এই নিয়ে তৃতীয় বার দিল্লির মসনদে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে তৃতীয় বার ক্ষমতায় এসে এদিন তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। দিল্লির নর্থ ব্লকে এই বৈঠক ঘিরে চলছিল উত্তেজনা। একাংশ মনে করেছে, শাহিনবাগ হয়ত এই বৈঠকের মুল বিষয়বস্তু হবে বা কোন সমাধান সুত্র এই বৈঠকের ফলে উন্মোচন হবে।

কিন্তু বৈঠক শেষে আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল সংবাদমাধ্যমকে জানান, অমিত শাহের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দিল্লির কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে আমরা একসঙ্গে দিল্লির হয়ে কাজ করব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির চাপেই মৃত্যু হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস পালের, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার ছিল রামলীলা ময়দানে কেজরিওয়াল তৃতীয় বার দিল্লির মসনদে বসার আগে শপথ গ্রহণ পর্ব। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির সাত জন সাংসদ সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আটজন বিধায়ক। যদিও এই অনুষ্ঠানে কেউই উপস্থিত ছিলেন না। ওইদিন প্রধানমন্ত্রী বারানসীতে এক জনসভায় উপস্থিত ছিলেন। তবে পরে কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী টুইট করে জানান, “দিল্লির ক্ষমতায় শপথ গ্রহনের জন্য আমি অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানাই।”

About Author