Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শীত বিদায় নিলেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, আগামী ৭২ ঘণ্টার জন্য বড়সড় খবর দিল হাওয়া অফিস

অবশেষে বিদায় নিল শীত। কলকাতা থেকে পুরোপুরিভাবেই বিদায় নিলো শীত। তবে কলকাতা থেকে বিদায় নিলেও জেলায় শীতের আমেজ এখনো কিছুদিন থাকবে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পুরোপুরি ভাবে…

Avatar

অবশেষে বিদায় নিল শীত। কলকাতা থেকে পুরোপুরিভাবেই বিদায় নিলো শীত। তবে কলকাতা থেকে বিদায় নিলেও জেলায় শীতের আমেজ এখনো কিছুদিন থাকবে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পুরোপুরি ভাবে রাজ্য থেকে শীত বিদায় নেবে। আইএমডি এর চেয়ারম্যান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘কলকাতা থেকে শীত বিদায় নিয়েছে। আগামী ৩ দিন কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।’

তবে কলকাতায় ঠান্ডা না থাকলেও জেলাগুলিতে এখনো বেশ কিছুদিন ঠান্ডার আমেজ থাকবে বলে জানিয়েছেন সঞ্জীব বাবু। কলকাতার তাপমাত্রা থেকে জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে বলে জানানো হয়েছে। তবে ধীরে ধীরে জেলাগুলি থেকেও শীত পুরোপুরি বিদায় নেবে কিছুদিনের মধ্যেই। আগামী ৩ দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফের রাজ্যজুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

এবছর অন্যান্য বছর গুলির তুলনায় শীত অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়েছে। ফাল্গুন মাসের শুরুতেও এবছর ভালোই শীত ছিল। বাঙালি এবছর অনেকদিন শীত উপভোগ করছে। তবে শেষ পর্যন্ত শীত বিদায় নিচ্ছে রাজ্য থেকে। রাতে ঠান্ডার আমেজ এখনো কিছুটা থাকলেও এই মুহুর্তে বেলা বাড়ার সাথে সাথে ভালোই গরম পড়া শুরু হয়েছে। শীতের পোশাক ইতিমধ্যেই বাক্সবন্দি করতে হয়েছে। গরম আসছে সেই পূর্বাভাস পাওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

About Author