Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের রাজ্যজুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

আগামীকাল শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই প্রতিবারের মতো এবারেও যাতে কোনো রকম অসুবিধা না ঘটে বা পরীক্ষা চলাকালীন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তার জন্য কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।…

Avatar

আগামীকাল শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাই প্রতিবারের মতো এবারেও যাতে কোনো রকম অসুবিধা না ঘটে বা পরীক্ষা চলাকালীন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় তার জন্য কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবারের মতো ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের উপর থাকছে একাধিক বিধিনিষেধ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গতবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য এবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সেসমস্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

গত বারের মতো এবারেও যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য এই সিদ্ধান্ত। বেলা ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বন্ধ থাকবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অঞ্চলে ইন্টারনেট পরিষেবা। মোট ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের মোবাইল, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। যেসমস্ত শিক্ষক শিক্ষিকা পরীক্ষা কেন্দ্রে থাকবেন তারাও মোবাইল ফোন নিয়ে পরীক্ষা চলাকালীন ঘরে প্রবেশ করতে পারবেন না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পুরভোটের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয়ে বড়সড় ঘোষণা রাজ্যের

সকাল ১০ টা ৩০ মিনিটে প্যাকেটে সিল করা অবস্থায় প্রশ্নপত্র পৌছবে পরীক্ষা কেন্দ্রে এবং উত্তরপত্র সরবরাহ করা হবে ১১ টা ৫০ মিনিটে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যার মধ্যে মেয়েদের সংখ্যা বেশি বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

About Author