অরূপ মাহাত: সামনেই কলকাতা কর্পোরেশন সহ রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন। সেই নির্বাচনে নিজেদের হারানো ভোটব্যাংক ফিরে পেতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮ টিতে জয়লাভ করেছে গেরুয়া শিবির। এই অবস্থায় পুরসভার দখল নিজেদের হাতে রাখতে বড়সড় ঘোষণা শাসকদলের।
‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পকে হাতিয়ার করে রাজ্যবাসীর মন জয় করতে উদ্যোগ নিয়েছে রাজ্য। রাজ্য সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী রাজ্যের সমস্ত মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষার বন্দোবস্ত করতে চলেছে রাজ্য। আগামী ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে মধ্য কলকাতা অঞ্চলে বসবাসকারী ১ লক্ষ ৫০ হাজার সংশোধিত বিপিএল তালিকাভুক্ত পরিবারের হাতে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবেন দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী গরীব মানুষেরা। ইতিমধ্যে রাজ্যের প্রায় ৭ কোটি মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার।