Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমদিবসে দেবের সঙ্গে নয়, অন্য এক অভিনেতার সাথে সুইজারল্যান্ডে দিন কাটালেন রুক্মিনী মৈত্র

কৌশিক পোল্ল্যে: টলিউডে রুক্মিনী মৈত্র এখন অন ডিমান্ড। প্রথম থেকেই নিজের অসাধারন অভিনয়ে ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু হয়েছেন, এবং মাত্র তিন বছরের কেরিয়ারে একের পর এক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। যদিও…

Avatar

কৌশিক পোল্ল্যে: টলিউডে রুক্মিনী মৈত্র এখন অন ডিমান্ড। প্রথম থেকেই নিজের অসাধারন অভিনয়ে ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু হয়েছেন, এবং মাত্র তিন বছরের কেরিয়ারে একের পর এক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। যদিও সবটাই দেবের প্রযোজনার দৌলতে। এবার কিনা সেই দেবকে ছেড়েই অন্য অভিনেতার সঙ্গে একেবারে সুইজারল্যান্ডে পাড়ি দিলেন রুক্মিনী।

আসলে এই প্রথমবার দেব এন্টারটেইনমেন্টের বাইরে গিয়ে কোনো ছবি করলেন রুক্মিনী যার শ্যুটিং ও প্রায় শেষের পথে। ছবির নাম সুইজারল্যান্ড এবং ছবিতে তার বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। ছবির শেষ শ্যুটিং এর আগের দিন গোটা ইউনিটের সকলে উদযাপন করলেন ভ্যালেনটাইন্স ডে স্পেশাল পার্টি, সকলে মিলে কাটলেন কেক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রেমের জোয়ারে ভেসে ভ্যালেনটাইন্স ডের স্পেশাল ছবি পোস্ট করলেন ঝুমা বৌদি

এই পুরো ঘটনার ভিডিওটি রুক্মিনী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন এবং তাদের সঙ্গে টিমের সকলে এই ছবিটির জন্য শুভকামনা প্রার্থনা করলেন। একেবারে ভিন্নস্বাদের গল্প নিয়ে তৈরি ছবিটি এবছরই মুক্তি পাচ্ছে। এই ছবির মাধ্যমেই রুক্মিনীর সঙ্গে অন্য প্রযোজনা সংস্থায় অভিষেক ঘটল, একথা বলে চলে। সুইজারল্যান্ডের সুন্দর ভিডিওটি নীচে রইল আপনার জন্য।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra) on

About Author