Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহের শারীরিক পরীক্ষায় নেতিবাচক রিপোর্ট!!

ব্যাংকক-দিল্লী স্পাইসজেট বিমানের এক পুরুষযাত্রী যাকে বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রামিত সন্দেহে তার গন্তব্যস্থল আসার আগেই তাকে অপসারিত করা হয়েছিল, তবে তার শারীরিক পরীক্ষার পর নেতিবাচক রিপোর্ট প্রকাশ করেছে ওই বিমান…

Avatar

ব্যাংকক-দিল্লী স্পাইসজেট বিমানের এক পুরুষযাত্রী যাকে বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রামিত সন্দেহে তার গন্তব্যস্থল আসার আগেই তাকে অপসারিত করা হয়েছিল, তবে তার শারীরিক পরীক্ষার পর নেতিবাচক রিপোর্ট প্রকাশ করেছে ওই বিমান সংস্থা।

বিমানসংস্থার এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “13 ই ফেব্রুয়ারী ওই ব্যাক্তি স্পাইসজেট বিমানের SG-88 ফ্লাইটে 13F নাম্বার সিটে বসে দিল্লী থেকে ব্যাংকক যাচ্ছিলেন।ওই সারিতে তিনি একাই ছিলেন। বিমান কর্তৃপক্ষ থেকে সন্দেহ করা হয় যে, তিনি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। এরপর তার গন্তব্যে পৌঁছানোর আগেই তাকে অপসারিত করা হয়।কিন্তু শুক্রবার পাওয়া রিপোর্টে দেখা যায় তিনি আক্রান্ত নন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত যেদিন থেকে এই করোনা ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে সেদিন থেকে এখনও পর্যন্ত চীনে 1300 জন মানুষ মারা গেছেন।শুধু চীনই নয় ভারতেও পাওয়া গেছে এই ভাইরাস। ভারতে এখনও অব্দি এমন 3 টি ঘটনা নিশ্চিত করা হয়েছে।

About Author