Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শহীদদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান : গত বছর কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসবাদী হানায় নিহত হয়েছিল ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনী।সেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা…

Avatar

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান : গত বছর কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসবাদী হানায় নিহত হয়েছিল ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনী।সেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করা হয় কাটোয়ার মুস্থূলী, ঘোড়ানাশ,আমডাঙ্গা ও একডেলা গ্রামবাসীদের পক্ষ থেকে। এই জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ ও ধীক্কার জানিয়ে এই মোমবাতি মিছিল করা হয়।

মোমবাতি মিছিল মুস্থূলীর পাঁচবেড়িয়া হাটতলা থেকে শুরু হয়ে মুস্থূলী বোলতলা কালীমাতা পর্যন্ত গিয়ে আবার মুস্থূলী তৃণমূল কংগ্রেস কার্যালয় হয়ে মুস্থূলীর পাঁচবেড়িয়া হাটতলার শহীদ বেদি প্রাঙ্গণে শেষ হয়।তারপর এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদ বেদিতে মোমবাতি দেওয়া হয়।এই মোমবাতি মিছিলে পা মেলালেন ছাত্র-ছাত্রী,সেনা জওয়ান,যুবক সম্প্রদায়, বয়স্ক গ্রামবাসীবৃন্দ সহ জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author