কৌশিক পোল্ল্যে: জি বাংলার একটি সুপারহিট ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হয়। একটি কালো মেয়ের গানের প্রভিতা নিয়ে সফলতার সিঁড়ি পার করার গল্প নিয়েই এই মেগাসিরিয়াল। ধারাবাহিকের মূল চরিত্র শ্যামা, বর্তমান প্রেক্ষাপটের গল্প অনুযায়ী একটি আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় গান করতে উঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং কুটিল চক্রান্তের কোপে পড়ে মৃত্যু হয় শ্যামার, যদিও নায়ক নিখিল এই মৃত্যু মেনে নিতে পারেননি, তার বিশ্বাস শ্যামা একদিন অবশ্যই ফিরে আসবে।
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে একেবারে নয়া অবতারে ঝাঁ চকচকে লুক নিয়ে বুলেটে চড়ে এন্ট্রি নিচ্ছেন শ্যামা এবং তার পিছনে পাগলপারা হয়ে ছুটে আসলেন নিখিল। উল্লেখ্য বিষয় এই লুকে শ্যামার কৃষ্ণবর্না গায়ের রং উধাও, তার বদলে চোখে পড়ছে উজ্জ্বল ফর্সা রং যা দেখে স্বভাবতই হাসির খোরাক তৈরি হয়েছে। এই প্রোমোকে ঘিরেই নেটদুনিয়ায় শুরু হল চরম ট্রোল। সকলের বক্তব্য, কৃষ্ণবর্না শ্যামা মৃত্যুর পর হঠাৎ বেঁচে উঠল কীভাবে? আবার দেখা যাচ্ছে গায়ের বর্ন ধবধবে ফর্সা হয়ে গিয়েছে, এও কী সম্ভব? ট্রোলার ও মিমাররা এই বিষয়টিকে এক্সপোজ করে আরও নানানভাবে শ্যামাকে নিয়ে ট্রোল করতে থাকেন যা নিয়ে এই কদিনে বেশ ট্রেন্ডসেট হয়ে গিয়েছে এই মিমগুলি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সমুদ্র পারে খোলা পোশাকে নজর কাড়লেন মৌনি রায়, দেখুন ছবি
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ধারাবাহিক সাফল্যের সঙ্গে সাতশোরও বেশি পর্ব ইতিমধ্যে টেলিকাস্ট করে গিয়েছে। এমতাবস্থায় গল্পের নতুন মোড় নিয়ে বা বলা চলে সিরিয়ালের বাঁকবদল নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কী হবে; আদপে ধারাবাহিকের টিআরপি বাড়বে না হ্রাস পাবে তা সময়ই জানান দেবে। কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামাকে নিয়ে হওয়া বিভিন্ন ট্রোলগুলির একঝলক দেখে নিন নীচে।