Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পত্রবিপ্লব গ্রামীণ সম্পদ কর্মীদের

নিজস্বসংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা জুড়ে মঙ্গলবার গ্রামীণ সম্পদ কর্মীরা (VRP) "দিদি শুনছেন আমি ভি আর পি" কর্মসূচি পালন করেন। পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকের সাথে কাটোয়া ২ নং…

Avatar

নিজস্বসংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা জুড়ে মঙ্গলবার গ্রামীণ সম্পদ কর্মীরা (VRP) “দিদি শুনছেন আমি ভি আর পি” কর্মসূচি পালন করেন। পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকের সাথে কাটোয়া ২ নং ব্লকের প্রায় ৭০ জন ভি আর পি এই কর্মসূচি তে অংশ নিয়ে দাঁইহাট থেকে পোষ্ট অফিসের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী কে তাদের স্থায়ীকরনের ও সন্মান জনক বেতন পরিকাঠামো চালু করার জন্য চিঠি দেন। গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের কাটোয়া ২ ভি আর পিরা জানান,আজ আমরা দাঁইহাট পোষ্ট অফিস থেকে পত্র বিপ্লব করলাম।

এই পত্র বিপ্লবের মাধ্যমে ভি আর পি রা মুখ্যমন্ত্রী দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চায় ।তারা দাবি করেন মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখবেন অসহায় ভি আর পি দের কথা ভেবে। কারণ সারা মাস কাজ করে মাত্র তিন হাজার টাকা দিয়ে বর্তমানে সংসার চালানো অনেক কষ্টের। আক্ষেপ এর সুর শোনা গেল সংগঠনের বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের ভি আর পিদের মুখে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারা বলেন এখনও পর্যন্ত সরকারের প্রতি ভরসা ও ভালোবাসা রেখে শান্তি পূর্ণ সমাবেশ কলকাতার বুকে করেছেন তারা। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন রাজ্যের মানবিক মুখ মুখ্যমন্ত্রী, ভি আর পি দের পাশে তিনি অবশ্যই দাড়িয়ে আবার ও একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তাদের দুমুঠো অন্নের ব্যবস্থা করে দেবেন। তাদের দাবি পূরণ না হলে কলকাতার বুকে বৃহত্তর আন্দোলনে ডাক তথা আমরন অনশনের পথে হাটবে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

About Author