Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বিজেপিকে ছুঁড়ে ফেলেছে মানুষ’, কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে মন্তব্য মমতার

দিল্লির বিধানসভার নির্বাচনে ফলাফল সামনে আসতেই বোঝা যাচ্ছে মোদী ঝড় উধাও হয়েছে। বিজেপির থেকে মুখ ফিরিয়েছেন মানুষ। আগের বারের থেকে আসন সংখ্যা কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরছেন অরবিন্দ কেজরিওয়াল।…

Avatar

দিল্লির বিধানসভার নির্বাচনে ফলাফল সামনে আসতেই বোঝা যাচ্ছে মোদী ঝড় উধাও হয়েছে। বিজেপির থেকে মুখ ফিরিয়েছেন মানুষ। আগের বারের থেকে আসন সংখ্যা কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রায় ৫৩ শতাংশের বেশি ভোট নিয়ে ক্ষমতায় ফিরছেন আম আদমি পার্টি।

অরবিন্দ কেজরিওয়াল তৃতীয় বারের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন বুঝতে পেরেই তড়িঘড়ি অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানান, ‘বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে মানুষ।’ একইসঙ্গে তিনি জানান, ‘উন্নয়নের উপর ভিত্তি করেই ভোট হয়েছে দিল্লিতে। সিএএ, এনআরসি, এনপিআর-কে ছুঁড়ে ফেলেছে সাধারণ।’ এখান থেকে বিজেপির শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাজেটে তফসিলি জাতি, উপজাতি ও আদিবাসীদদের পেনশনের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের পরাজয়ের পর দেশ থেকে মুছে যাবে বিজেপি, এমনই দাবি করেন তিনি। এরপরও বিভিন্ন নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বলেও জানান তিনি।

About Author