Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মৃত্যু মিছিল করোনা ভাইরাসে, মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো

করোনা ভাইরাসে মৃত্যু মিছিল কিছুতেই থামছে না। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলো এদিন করোনা ভাইরাসের আঁতুরঘর চীনের উহান…

Avatar

করোনা ভাইরাসে মৃত্যু মিছিল কিছুতেই থামছে না। মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলো এদিন করোনা ভাইরাসের আঁতুরঘর চীনের উহান প্রদেশে। জানা গেছে, সোমবার চীনের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১০৩ জন মারা গেছে। এর আগে রবিবার ৯১ জনের মৃত্যু হয়েছিল একদিনে। এদিন সে রেকর্ডও ছাড়িয়ে গেলো মৃত্যু মিছিলে।

সোমবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০৯৭ জন। এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুধুমাত্র চীনেই ৪২,০০০ এর বেশি। চীন ছাড়াও বাইরের ২৪ টি দেশে পাওয়া গেছে এই ভাইরাসে আক্রান্ত মানুষ। বাইরের দেশে ৩১৯ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস, যার মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে সমগ্র পৃথিবী জুড়ে। WHO এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাসকে কোনো ভাবেই হাতের বাইরে দেওয়া যাবেনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে চীনের সাথে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক বিমান সংস্থা। ব্রিটিশ এয়ারওয়েজ মার্চের শেষ পর্যন্ত চীনের সাথে সমস্ত রকমের বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জাপানের বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজে আরও ৬৫ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাদের জাহাজ থেকে হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন কবে এই মারণ ভাইরাস থেকে মুক্তি পাওয়া সেটাই দেখার।

About Author