কৌশিক পোল্ল্যে: নৃত্য এমন একটি আবেগের জায়গা যা সঠিকভাবে পরিবেশিত হলে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। নেটদুনিয়ায় প্রসংশিত হলে ফেমাস হবার পথও বেশ সুগম হয়।
নাচে মাত করে রাখতে এই দুই তরুনীর জুরি মেলা ভার। এই যুগে ভাইরাল হওয়ার দৌড়ে নিজেদের সুন্দরভাবে পরিবেশন করলেন দর্শকদের সামনে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনাচের মধ্যেই তুলে ধরলেন দুর্ধষ সমস্ত স্টেপ। নাচের প্রতিটি ভঙ্গিমাতেই রয়েছে স্টান্ট ও নতুনত্ব, যা দেখলে চোখ কপালে উঠবে আপনারও। নাচের ভিডিওটি শেয়ারও হয়েছে সোশালের বিভিন্ন পেজে। সেখানেও লাইক কমেন্টের বন্যা অব্যাহত। দুই তরুনীর সেই তুমুল নাচ দেখতে চান? অবশ্যই নীচে রইল আপনারই জন্য।