কৌশিক পোল্ল্যে: খবরটা আসার পর থেকে টলিপাড়ায় আনন্দের জোয়ার বইছে। তারকাদের পরিবারে আসতে চলেছে নতুন প্রান, নিসপাল সিং ও কোয়েল মল্লিকের সন্তান হিসেবে। বেশ কিছুদিন আগেই এখবর নিজেই প্রকাশ্যে আনেন কোয়েল। অন্তঃসত্তা হবার পর প্রথম ছবি শেয়ার করলেন তিনি। গর্ভাবস্থায় থাকা কোয়েলের এই ছবিতে উপছে পড়ে শুভেচ্ছাবার্তা।
সুরিন্দর ফিল্মসের হাল ধরে বেশ কয়েকটি হিট ছবি দিলেন বিয়ের পর এখন অবশ্য নতুন কোনো প্রজেক্টে হাত দেবেন না কোয়েল। বিয়ের আগেও সুরিন্দর ফিল্মস এর কর্নধার সুরিন্দর সিং ও নিসপাল সিং এর সঙ্গে সুসম্পর্কে থাকা মল্লিক পরিবার তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘আপনাকে এসব পোশাকে মানায় না’, বিকিনি লুকে চরম ট্রোলড হলেন মালাইকা
কমার্শিয়াল ছবি থেকে সরে এসে কোয়েল অন্য ধারার ছবি করতে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। মা হওয়ার পরও তিনি সেই ধারা বজায় রাখবেন কিনা তা সময়ই বলবে।