Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আন্টার্কটিকায় গলছে বরফ, ধ্বংসের পথে এগোচ্ছে গোটা বিশ্ব

গত ২৩ জানুয়ারি পরিবেশবিদ লুইস পু আন্টার্কটিকার একটি হিমবাহের হ্রদে প্রথম সাঁতার কাটেন। এরপর তিনি জানান, আন্টার্কটিকায় বরফের চাদরের নিচে সাঁতার কাটতে গিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। আন্টার্কটিকায় বরফের…

Avatar

গত ২৩ জানুয়ারি পরিবেশবিদ লুইস পু আন্টার্কটিকার একটি হিমবাহের হ্রদে প্রথম সাঁতার কাটেন। এরপর তিনি জানান, আন্টার্কটিকায় বরফের চাদরের নিচে সাঁতার কাটতে গিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। আন্টার্কটিকায় বরফের চাদর ক্রমশ পাতলা হয়ে আসছে, যা নিয়ে রীতিমতো শঙ্কিত লুইস। দিনের পর দিন বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। যার ফলে মেরু অঞ্চলে গলছে বরফ।

আন্টার্কটিকার চেনা ছবি আস্তে আস্তে বদলে যাচ্ছে। যার ফলে শঙ্কিত হয়ে পড়েছেন বিশ্ব পরিবেশবিদরা। এজন্য পৃথিবী সম্পর্কে সচেতন বার্তা দিলেন লুইস। গত বছর জুন মাসে ২৪ ঘন্টার মধ্যে ২ বিলিয়ন টন অর্থাৎ প্রায় ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম ওজনের বরফের চাঁই গলে যায়, যার ফলে বেশ চিন্তিত বিশ্ব পরিবেশবিদরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : থাইল্যান্ডের একদল চিকিৎসক আবিষ্কার করলেন করোনা ভাইরাসের ওষুধ

এরপর এক পরিবেশ বিজ্ঞানী গবেষক জানান, এ ঘটনা নতুন কিছু নয়। গত দু’দশক ধরে এমনভাবেই বরফ গলে যাচ্ছে যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার পর লুইস পু বলেন, “আমাদের সকলের এই মুহূর্তে সচেতন হওয়া উচিত। কারণ, ধ্বংসের দরজায় দাঁড়িয়ে গোটা পৃথিবী। ভয়ানক এক পরিস্থিতির সম্মুখিন হতে চলেছে গোটা বিশ্ব।”

About Author