ভারতীয় দলের সাথে সাথে নিউজিল্যান্ড শিবিরেও বড়সড় ধাক্কা। আগামী বুধবার থেকে শুরু হওয়া তিন দিনের ওয়ানডে ম্যাচের মধ্যে প্রথম দুটি থেকে ছিটকে গেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে এই দুই ম্যাচে দলের হয়ে নেতৃত্ব দেবেন টম লাথাম।
ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বাঁ কাঁধে চোট পেয়ে সিরিজের শেষ ম্যাচটিতেও খেলতে পারেননি কিউয়ি অধিনায়ক। তাঁর হয়ে মাঠে নেমেছিলেন টিম সাউদি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ, ভারতীয় সময় কখন দেখা যাবে খেলা
প্রথম দিকে গুরুতর চোটের কথা শোনা গেলেও পরে স্ক্যান করে দেখা যায় চোট অতটাও গুরুতর নয়।এরপর মনে করা হচ্ছিল, একদিনের সিরিজে হয়তো খেলবেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড টিমের ফিজিয়ো বিজয় বল্লভ একটি বিবৃতিতে বলেছেন, “পরবর্তী কয়েক দিনে যাতে কাঁধের অবস্থা আরও খারাপ না হয়, সেই সতর্কতা নিতেই না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহ জুড়েই ফিটনেস ট্রেনিং সেশন চলবে উইলিয়ামসনের। এরপর তিনি শুক্রবার ব্যাটিং শুরু করবেন। মঙ্গলবার যাতে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে যাতে খেলতে পারে, তেমনটাই চেষ্টা করা হচ্ছে।”
সদ্য সমাপ্ত হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ৫-০ তে হেরেছে নিউজিল্যান্ড।ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বার কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে একটি দল পাঁচ ম্যাচের প্রতিটিতেই হারল।এতে আগে থেকেই আত্মবিশ্বাস কমেছে এই দলের তার ওপর অধিনায়কের এভাবে দল থেকে ছিটকে যাওয়া রীতিমতো চাপে ফেলেছে কিউয়িদের।