টি-টোয়েন্টি সিরিজে ঐতিহাসিক ৫-০ জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছে কোহলি নেতৃত্বাধীন দল। এরপর রয়েছে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেখানেও জয়ের লক্ষ্যে ঝাঁপাবে কোহলি ব্রিগেড। দেখে নিন ভারতীয় সময়ে কখন শুরু হতে চলেছে ম্যাচগুলি।
প্রথম একদিনের ম্যাচ : ৫ ফেব্রুয়ারি, বুধবার;
স্থান: সেডন পার্ক, হ্যামিল্টন;
সময়: সকাল ৭:৩০(ভারতীয় সময়)
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় তারকা জসপ্রিত বুমরাহ
দ্বিতীয় একদিনের ম্যাচ: ৮ ফেব্রুয়ারি, শনিবার;
স্থান: ইডেন পার্ক, অকল্যান্ড;
সময়: সকাল ৭:৩০(ভারতীয় সময়)
তৃতীয় একদিনের ম্যাচ: ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার;
স্থান: বে ওভাল, মাউন্ট মাঙ্গানুই,
সময়: সকাল ৭:৩০(ভারতীয় সময়)