দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে জামিয়া ও শাহিনবাগে গুলি চালনার ঘটনায় বিজেপিকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে দেশ জুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বিজেপি।’ শুধু তাই নয়, এই অশান্তি ও ভয়ের বাতাবরণ সৃষ্টি করে দিল্লি বিধানসভার নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস চালানো হতে পারে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘চারিদিকে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করে দিল্লির নির্বাচনে জেতার চেষ্টা করছে ওরা।’
একইসঙ্গে নাম না যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে আনেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যোগী বলছেন গুলি চালাও, কেন্দ্রীয় মন্ত্রীরাও বলছেন গুলি চালাও। অন্য কোন ইস্যু নিয়ে কথা নেই এদের।’ শাহিনবাগ ও জামিয়ার আন্দোলন নিয়ে আদালতের বক্তব্য টেনে এনেও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘আদালত যেখানে বলছে এটি শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে এদের এত ভয় কেন?’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মমতা ব্যানার্জির সরকারে কেউ সুরক্ষিত নেই : অর্জুন সিং
এরপরই বিজেপিকে ধান্দাবাজ, দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সাধারণ মানুষের উপর বিশ্বাস নেই এদের। তাই সাংবিধানিক পদে থেকেও গুলি চালানোর কথা বলছেন।’ একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আসলে বিজেপি একটি দাঙ্গাবাজ, ধান্দাবাজ ও গুন্ডাবাজ দল। প্রশাসনকে কাজে লাগিয়ে এরা বিভেদ সৃষ্টি করছে। এদের প্রত্যেকেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।’ বিজেপিকে দেশের সবচেয়ে সুবিধাবাদী দল হিসেবে উল্লেখ করেন তিনি।