২৪ ঘন্টা পার হতে না হতেই ফের গুলি চলার ঘটনা। সিএএ বিরোধী বিক্ষোভে আবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে চলল গুলি। রবিবার বিশ্ববিদ্যালয়ের ৫ নং গেটের কাছে ঘটনাটি ঘটেছে। গত বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের সামনে আন্দোলনরত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালায় গোপাল নামের এক কিশোর। ওই ঘটনায় একজন ছাত্র জখম হন। যদিও রবিবার মধ্যরাতে ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি। জামিয়া কো অর্ডিনেশন কমিটি তরফে জানানো হয়েছে স্কুটারে করে দুজন আক্রমণকারী অন্ধকারে গুলি চালিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বাড়ানো হল খরচ, বছরে ৬০০ কোটি টাকা
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজামিয়ায় গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কিশোর গোপাল নিজেকে রাম ভক্ত বলেছে, চরমপন্থী ভাবনায় প্রভাবিত হয়ে সে এ কাজ করেছে বলে জানায়। গত দু’বছরে সোশ্যাল মিডিয়ায় উত্তেজক পোস্ট পড়ার পাশাপাশি অনলাইনে বক্তব্য শোনা এবং নিজেও নানা পোস্ট শেয়ার করত বলে জানিয়েছে তদন্তকারী অফিসারদের। শনিবার শাহীনবাগে সংশোধনী নাগরিকত্ব আইনের বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছিল। এরপর রোববার রাতে আবার আক্রমনাত্মক পরিস্থিতি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে।