কৌশিক পোল্ল্যে: টলিউডের বর্তমান কুইন তিনি। রঞ্জিত মল্লিকের কন্যা ও বিখ্যাত প্রযোজক নিসপাল সিংয়ের স্ত্রী কোয়েল এবার মা হতে চলেছেন। অফিশিয়ালি এখবর প্রকাশ করলেন তিনি নিজেই।
কোয়েল নিজের সোশাল অ্যাকাউন্টে তার ও নিসপালের একটি সুন্দর মুহূর্তের একটি ছবি শেয়ার করেন। ছবির মধ্যেই লেখা রয়েছে, “এই সময়ে বেশ কিছুদিন ধরে শরীরের মধ্যে কিল ও লাথি অনুভব করছি, আমার শরীরে এক নতুন প্রানের উদ্ভব হয়েছে। এ যেন স্বপ্নের চেয়েও সুন্দর। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : আবার বিয়ের কনের সাজে শ্রাবন্তী, কী ঘটতে চলেছে এবার
এমন সুখবরে মেতে উঠল টলিপাড়া। সোশালে উপছে পড়ছে শুভেচ্ছার বন্যা। ভক্তরা শুভকামনা জানাচ্ছেন কমেন্টের মাধ্যমে। সেলেবদের সুন্দর বার্তাও বেশ চোখে পড়ছে।
2012 সালে বেশ ধুমধাম ও জাঁকজমক সহকারে শুভবিবাহ সুসম্পন্ন হয় কোয়েল ও নিসপালের মধ্যে। দীর্ঘ আট বছরের বিরতির পর এই দম্পতি তাদের বিবাহিত জীবনকে এক সুন্দর পরিনতি দিতে চলেছেন একথা বলাই বাহুল্য।
View this post on Instagram