Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবার বিয়ের কনের সাজে শ্রাবন্তী, কী ঘটতে চলেছে এবার

কৌশিক পোল্ল্যে: সদ্যই বিয়ে করে সুখে সংসার পেতেছেন এই টলি অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে মানুষজনের মনজয় করে, তাদের প্রংশসা ও আশীর্বাদ মাথায় নিয়ে নতুন জীবনে প্রবেশ করেছেন দ্য গরজিয়াস শ্রাবন্তী।…

Avatar

কৌশিক পোল্ল্যে: সদ্যই বিয়ে করে সুখে সংসার পেতেছেন এই টলি অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে মানুষজনের মনজয় করে, তাদের প্রংশসা ও আশীর্বাদ মাথায় নিয়ে নতুন জীবনে প্রবেশ করেছেন দ্য গরজিয়াস শ্রাবন্তী।

উল্লেখ্য, এটি তার তৃতীয় বিয়ে। এর আগে দু দুটি সম্পর্কের থেকে বেরিয়ে এসে এই সিদ্ধান্ত নেন তিনি। তার প্রথম বিয়ে হয় খ্যাতনামা পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে, দীর্ঘ এক যুগেরও বেশি এই বিবাহিত জীবন সুখের হয়নি। সম্পর্কটির থেকে বেরিয়ে তিনি বিয়ে করেন কিষান সিং নামক জনৈক মডেল-ব্যবসায়ীকে। এই সম্পর্কও চলে মোটে দুবছর। এরপর শ্রাবন্তী বিয়ে করলেন রোশনকে। বর্তমানে বেশ সুখেই রয়েছেন এই দম্পতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ব্ল্যাক ড্রেসে হট লুকে নেট কাঁপাচ্ছে মৌনি, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি

তবে হঠাৎ কী ঘটল যে কারনে আবার বিয়ের কনে সাজলেন শ্রাবন্তী! তবে কী আবার সম্পর্কে ভাঙন ধরল? না সেরকমটা একেবারেই নয়। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে আসল রহস্য খোলসা করলেন খোদ শ্রাবন্তী। ছবির ক্যাপশনে লিখলেন, ‘আজব প্রেমের গল্প শীঘ্রই আসছে’। এর থেকেই স্পষ্ট হয়, এটি তার আগামী ছবির সংকেত, এবং সেই সিনেমার লুক হিসেবেই এই ফটোশ্যুট করা হয়েছে।

View this post on Instagram

#ajobpremergolpo coming soon….

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

About Author