Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নোরা ফাতেহির স্টাইলে চমৎকার নাচলেন এই স্কুল ছাত্র, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: সরস্বতী পূজোয় নিজ প্রতিভা প্রদর্শনে কোনো খামতি রাখেননি এই ছাত্র, নিজের নাচে মুগ্ধ করেছেন সকলকে, হুহু করে শেয়ার হচ্ছে এই ভিডিও। অবিকল নোরা ফাতেহির স্টাইলে নাচছেন একজন। কোনো…

Avatar

কৌশিক পোল্ল্যে: সরস্বতী পূজোয় নিজ প্রতিভা প্রদর্শনে কোনো খামতি রাখেননি এই ছাত্র, নিজের নাচে মুগ্ধ করেছেন সকলকে, হুহু করে শেয়ার হচ্ছে এই ভিডিও।

অবিকল নোরা ফাতেহির স্টাইলে নাচছেন একজন। কোনো মেয়ে নয়, এক ছেলে তাও আবার স্কুলপড়ুয়া, ভাবা যায়! এই বয়সেই এত সুন্দর নাচেন যা দেখলে নোরার ড্যান্সের সঙ্গে তফাৎ খুঁজে পাবেন না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি স্কুলপড়ুয়া সরস্বতী পূজোর দিনে স্কুলে নাচছেন, তাও আবার যে সে গানে নয়। নোরা ফাতেহির সুপারহিট আইটেম সং ‘সাকি সাকি’ তে, হবহু নোরারই মতো করে।

নেটিজেনরা প্রশংসা করলেও কিছুজন করেছেন কটাক্ষ। তাদের বক্তব্য, “এভাবে নাচ শুধু বৃহন্নলাই করে”। এরকম মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও এ ভিডিও এখন ভাইরালের দৌড়ে। নৃত্যের প্রতিভা যার মধ্যে বিরাজমান, তাকে কী কেউ আটকাতে পারে?

About Author