Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে ধর্ষকদের ফাঁসি দেওয়া হয় না, বংশবৃদ্ধি করা হয় : নির্ভয়ার মা

পিছিয়ে দেওয়া হল নির্ভয়া মামলার অভিযুক্তদের ফাঁসির দিনক্ষণ। ফাঁসির দিনক্ষণ পিছিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নির্ভয়া মামলার চার অভিযুক্ত মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয়…

Avatar

পিছিয়ে দেওয়া হল নির্ভয়া মামলার অভিযুক্তদের ফাঁসির দিনক্ষণ। ফাঁসির দিনক্ষণ পিছিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নির্ভয়া মামলার চার অভিযুক্ত মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের ফাঁসির দিন নির্ধারণ করা হয়েছিল।

এদিন ফাঁসির দিনক্ষণ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমকে জানান এক আইনজীবী এপি সিং। এক আইনজীবীকে উদ্দেশ্য করে নির্ভয়ার মা বলেন, “আমাকে এক আইনজীবী বলেছিলেন চারজন অভিযুক্তের কারোর ফাঁসির প্রক্রিয়া কার্যকর করা হবে না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও বলেন, “আমি অলৌকিক ঘটনায় বিশ্বাসী নই, লড়াই চালিয়ে যাব।” নির্ভয়ার মা আশা দেবী দেশের আইনব্যবস্থার দিকে আঙুল তুলে বলেন, দেশের আইনে যদি ধর্ষনের জন্য ফাঁসির নিয়ম থাকে তবে ধর্ষণ কমবে। তিনি বলেন, “ভারতে ধর্ষকদের ফাঁসি দেওয়া হয় না, পালন করা হয়।”

About Author