বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হওয়ায় ঠান্ডা আরও বাড়বে আগামী কয়েকদিনে, এমনটাই জানাল আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আকাশ মেঘলা ছিল। তবে আজ আকাশ পরিষ্কার থাকবে বলে অনুমান।
পশ্চিমি ঝঞ্ঝার জেরে গত দুদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হলেও ঝঞ্ঝা কেটে যাওয়ায় এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, দুপুরের কোলকাতার আকাশ যেন সন্ধের অন্ধকারে ডুবে গেছিল। কালো মেঘে ছেয়ে যায় আকাশে, সাথে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলতে থাকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার কমে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কমবে। শনি ও রবিবার আবার শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী।