Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় পর্দায় ক্রিকেট মিতালী রাজের আত্মাজীবনীর গল্প, মুক্তি পেল পোস্টার

কৌশিক পোল্ল্যে: দেশ সহ আন্তর্জাতিক ক্রিকেট মহলে ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের গুরুত্ব ক্রমশই বাড়তির দিকে। একের পর এক দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে নিজেদের বাইশ গজের পিচে সেরা প্রমান করেছেন সকলে। ভারতীয়…

Avatar

কৌশিক পোল্ল্যে: দেশ সহ আন্তর্জাতিক ক্রিকেট মহলে ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের গুরুত্ব ক্রমশই বাড়তির দিকে। একের পর এক দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে নিজেদের বাইশ গজের পিচে সেরা প্রমান করেছেন সকলে। ভারতীয় ক্রিকেটে ফিমেল টিমের মধ্যমনি হলেন টিম ক্যাপ্টেন মিতালী রাজ। এবার তার জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে বায়োপিক। ছবির নাম ‘সাবাস মিঠু’ ছবির গল্পের রূপকার প্রিয়া আভিন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল ঢোলাকিয়া।

প্রযোজনা সংস্থা ‘ভাইকম18’ এর তরফে এখবর অনেক আগেই প্রকাশিত হয়েছে। এবার সেই ছবির পোস্টার মুক্তি পেল। ছবিতে মিতালীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাউথ ইন্ডিয়ান ছবিতে সাফল্যে সঙ্গে কেরিয়ার তৈরি করে তাপসী এখন হিন্দি ছবির দিকে ঝুঁকছেন। বলিউডে বিগ-বি এর বিপরীতে সেরেছেন দুটি ছবি। তার শেষ ছবি ‘সাঁন্ড কী আখ’ বেশ প্রংসশিত দর্শকমহলে।

ছবির জন্য প্রথম থেকেই বিশেষ প্রস্তুতি নিয়ে নিজেকে চরিত্রের ন্যায় তৈরি করছেন তাপসী। মিতালী রাজের মতো একটি শক্তিশালী চরিত্র কতখানি পারদর্শিতার সাথে ফুটিয়ে তুলতে পারবেন তিনি সে নিয়ে ভক্তরা বেশ আশাবাদী। 5ই ফেব্রুয়ারি 2021 এ ছবিটি মুক্তি পাবে।

About Author