Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভালোবাসায় কি না হয়, বরফের ওপর হেঁটে বর এলো বিয়ে করতে

চার কিমি বরফাচ্ছাদিত রাস্তা ট্রেকিং করে বর পৌঁছালেন কনের বাড়ি। হ্যাঁ এমন কান্ডই ঘটালেন উওরাখন্ডের এক ব্যাক্তি। "A thousand miles is pretty far, I’ll walk to you if I had…

Avatar

চার কিমি বরফাচ্ছাদিত রাস্তা ট্রেকিং করে বর পৌঁছালেন কনের বাড়ি। হ্যাঁ এমন কান্ডই ঘটালেন উওরাখন্ডের এক ব্যাক্তি। “A thousand miles is pretty far, I’ll walk to you if I had no other way” টম হিগেনসনের এই গানকে খানিকটা বাস্তবায়িত করলেন তিনি।

কনের বাড়ির রাস্তা তুষারে ঢেকে যাওয়ায় এই ট্রেকিং। বর এবং বরযাত্রীদের কয়েকটি ছবি টুইটারে প্রকাশিত হয়। যেখানে হাসিমুখে বরকে ছাতা নিয়ে হাঁটতে দেখা যায়। চামোলী জেলার বিজড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশ্যে চার কিমি রাস্তা শেষ করার সাথে সাথে তার বন্ধু এবং পরিবার তাকে ঘিরে ফেলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

29 শে জানুয়ারী এটি পোস্ট করা হয়েছে, টুইটটি 7,600 এর বেশি মানুষ পছন্দ করেছে এবং প্রায় 1000 বার শেয়ার করা হয়েছে।নেটিজেনরা এই ঘটনার প্রশংসা করেছেন এবং এই দম্পতির জন্য অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। কেউ কেউ বলছেন এই যুগেও এমন ভালোবাসা পাওয়া খুবই সৌভাগ্যের।

About Author