আগামী দু’দিন দেশজুড়ে ধর্মঘটে অনড় থাকল ব্যাঙ্ক কর্মী অফিসারদের ইউনিয়ন। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে কর্মী-অফিসারদের ইউনিয়নের বৈঠকে সমাধানসূত্র বের করতে পারল না উভয় পক্ষই। যার জেরে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাংক ধর্মঘট হবে। ধর্মঘটের দ্বিতীয় দিনে শনিবারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন।
আগামী দু’দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। যার জেরে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হতে পারে। মুম্বাইয়ে উভয় পক্ষের বৈঠক শেষে AIBEA -এর সভাপতি রাজেন নাগর জানান যে, বৈঠকের দ্বারা কোনোরকম ইতিবাচক সদুত্তর মেলেনি যার জেরে ধর্মঘট থাকছেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্যাংকিং পরিষেবা ব্যাহত হপয়ার আশঙ্কা মেনে নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তার জেরে কলকাতা সহ বহু শহরেই ATM পরিষেবা বন্ধ থাকতে পারে। ভোগান্তি হতে পারে গ্রাহকদের। মোট নয়টি ইউনিয়নের ধর্মঘটের কারনেই থাকতে পারে ব্যাঙ্ক দু’দিন বন্ধ।
ব্যাংক ইউনিয়নগুলির দাবী কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধি করতে হবে। কিন্তু IBM ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধি দিতে রাজি। ব্যাংক ইউনিয়ন গুলির তরফ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট হতে পারে।