বিভিন্ন টেলিকম সংস্থাগুলি রিচার্জ এর প্ল্যান বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের খুবই সমস্যা হচ্ছিল, যার সমাধানে ভোডাফোন জিও কে টক্কর দিতে নতুন প্রিপেড প্ল্যান আনল। ভোডাফোনের পুরনো প্রিপেড প্ল্যান ছিল ৬৪৯ টাকার এবার তার বদলে ৩৯৯ এবং ৪৯৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যান আনল ভোডাফোন।
৩৯৯ টাকার প্ল্যানে ১০০ এসএমএস, ৪০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে তার সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে পাওয়া যাবে zee 5 সাবস্ক্রিপশন। ৪৯৯ টাকার প্ল্যানে ১০০ এসএমএস ও আনলিমিটেড কল এর পাশাপাশি থাকছে ৭৫ জিবি ডেটা এবং অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবহুদিন ধরেই সব টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যান বেড়ে চলেছে, জিও রিচার্জ প্ল্যান এখনো পর্যন্ত সবথেকে কম হওয়ায় বাজারে জিওর চাহিদা সর্বাধিক। এই অবস্থায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে ভোডাফোন অনেক কমিয়ে এনেছে নতুন রিচার্জ প্ল্যান।