পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে বীনাপানি বন্দনার এবছর দশবছর পূর্ন হল। প্রতিবছরের মতো এবছরও বেশ জাঁকজমক সহকারে সরস্বতী পুজো করা হল ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট’ এর অফিসে।
পরিনীতা শুভশ্রী নিজহাতে করছেন পুজোর সমস্ত আয়োজন। দেবীর আরতীর ভার নিয়ে ইতিমধ্যেই বেশ পাকা গিন্নি হয়ে উঠেছেন তিনি। রাজ-শুভশ্রীর অফিসে পুজো চলছে, আর তারকাদের হাট বসবে না সে কী হয়!
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ছোট পোশাকে উষ্ণতার ঝড় তুললেন ঝুমা বৌদি, তুমুল ভাইরাল সেই ছবি
পুজোর মধ্যমনি হয়ে বসেছিলেন তুলিকা বসু। এছাড়াও আদ্রিত, রিদ্দিমা সহ বহু শিল্পীরাই এলেন এই পুজোয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজের বাবা, মা, অন্যান্য আত্মীয়স্বজনসহ ঘনিষ্ঠজনেরা।
সকলের উপস্থিতিতে পুজোর অনুষ্ঠান থেকে ভিডিও করলেন স্বয়ং রাজ। সেই ভিডিও নিজের সোশাল অ্যাকাউন্টেও শেয়ার করেন তিনি। কিছুক্ষন পর ওই একই ভিডিও শেয়ার করলেন শুভশ্রী। বর্তমানে এই যুগল ব্যস্ত তাদের পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’ নিয়ে। রাজের করা ভিডিয়োটি নীচে রইল।