টেলিকম দুনিয়ায় এয়ারটেল উল্লেখযোগ্য নাম।গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিপেইড প্ল্যান গুলি তুলে ধরে। বর্তমান সময়ে আনলিমিটেড কলের সুবিধা ছাড়াও গ্রাহকদের ডেটার চাহিদা থাকে।সেই চাহিদাকেই মাথায় রেখে এয়ারটেল আনলিমিটেড কল এবং ডেটা সহ কয়েকটি নতুন প্ল্যান চালু করেছে। আসুন জেনে নিই সেইসব দুর্দান্ত প্ল্যানগুলি সম্পর্কে।
১৪৮ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + মোট ২ জিবি ডেটা + ৩০০ এসএমএস + বৈধতা ২৮ দিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উপলক্ষে BSNL-এর বাম্পার অফার, প্রতিদিন ৩ জিবি ডেটা সাথে ৭১ দিন বাড়লো মেয়াদ
২৪৮ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ১.৫ জিবি ডেটা + ১০০ এসএমএস+ ন্যাশনাল রোমিং। বৈধতা ২৮ দিন।
২৯৮ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + Wynk মিউজিক, এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন।বৈধতা ২৮ দিন।
৩৯৯ টাকাঃ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল + প্রতিদিন ৩ জিবি ডেটা + ১০০ এসএমএস + Wynk মিউজিক, এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন।বৈধতা ২৮ দিন।